ঝড় শেষ হোক,আমি দাঁড়িয়ে থাকব।
ধুলো এসে মাখামাখি করুক, গা ঝাড়া দিয়ে রয়ে যাব-
প্রচন্ড রোদ এসে পুড়িয়ে দিয়ে যাক,আমি রবই;
দাবানলে তৃতীয় ডিগ্রী ক্ষত নিয়েও আমি রব।
আমি হাতুড়ি পেটার ব্যথা সয়ে নিব,
আমি হেমলক হাসি মুখে পিয়ে নিবো।
আমায় কোন ভয় ধরেনা,আমার মৃত্যু আমায় মারেনা-
আমার ভয় একাকীত্ব, আমার ভয় একা থাকার ক্ষত।
কথা চাই,একমুঠো সময় দিবে তোমরা,
কথা চাই, কেউ হয়ে থাকবে দুঃখ ভোমরা।
না আমি ভিখারি নই,
আমি শুধু তোমাদের চাইতে,এত কথা কই।


একজন যে শুনবে আমার কথা,
একজন যে সইবে আমার নীরবতা।