ব্যস্ততা সত্য, নাকি মিথ্যে অভিনয়,
বাঁচা-মরা,ভালো-খারাপ তা নিয়ে কিসের ভয়?
সব নয়-ছয়, ছয়-নয়।
একদিকে ভেসে বেড়ায় স্বপ্ন উচ্ছৃঙ্খল,
অন্যদিকে বাস্তবতা,সত্যের শিকল-
চোখে ভয়ের অশ্রু ছল-ছল।
অনেকদিনের ছোট-বড় মুহূর্তে আজকের একদিন,
জীর্ণ-শীর্ণ যেমনটাই হোক,অতীতের অনেক ঋণ,
আমি 'ফরমালিনে' ভাল থাকা 'তারা'- বিলীন।