জীবন নামক ঝড়
তুমি বড়ই স্বার্থপর,
থম করে, ঝিম মেরে একদিন-
উড়িয়ে নাও ঘর।


ঝড় শেষে গুছাতে গিয়ে
নতুন করে হয় আপন-পর,
এক ঝড়ে শেষ হয়ে যায়
কত যে তেপান্তর।


মানুষ যাযাবর,
মন কে করে ঘর,
ঘুরে ঘুরে দেখে বেড়ায়
জীবন নামক ঝড়।