××××---×××--×××---××××----××××--××××


বাংলা মায়ের সন্তান/তুমি হয়েছ বীর সৈনিক,
দেশের জন‍‍্য রণাঙ্গনে/তুমি লড়াই করো যে দৈনিক।


কন্ঠে থাকে বাংলা ভাষা/ হৃদয়ে থাকে দেশ প্রেম,
মনেতে থাকে সাহস / চোখে থাকে এই বাংলার ফ্রেম।


বাংলার বুকে থাকে যে/ বীর সৈনিক সবাই একত্রে,
বিশ্ব এই বীর সৈন্য / দেখেছে ঊনিশ একাত্তরে!


দেশের জন‍‍্য জীবন / দিতেই এগিয়ে এসো আগে,
বাংলার বীর সৈনিক / দেখে শত্রুরা ভয়েতে বাগে!


দেশ সেবা করে যারা / ভয়ে ভীত নয় কবু তাঁরা,
বাংলার বুকে উজ্জ্বল / যেমন উজ্জ্বল চাঁদ তারা ।


অসীম সাহস আছে / যাদের তাঁরা বীর সৈনিক,
বীর সৈনিকরা থাকে যে / বাংলাদেশের ই চতুর্দিক।


বাংলার শিশুরা  বেড়ে/ওঠে বাংলা মায়েরই কোলে
বড় হয়ে তারা সবে /  ওগো দেশের সেবাই করে।


সৈনিক আমি সৈনিক/ তুমি সৈনিক যে আমরা সবে,
আমাদের সেবাতে ই/ এই বাংলাদেশ সুখী রবে!


_×_×_×_×_*_*_*_*_*_*_×_×_×_×_