🎆🎆🎆🗯🗯🗯🗯🎆🎆🎆🎆💭💭💭💭
জীবনের প্রতিটি পরতে পরতে ছেয়ে গেছে দ্বন্দ্ব,
দ্বন্দ্বে দ্বন্দ্বে আমাদের হৃদয়ের দ্বার হয়ে গেছে বন্ধ।
দ্বন্দ্বের স্রোতে সত‍্যের আলোটাও আজ বন্ধ,
তাই চোখ থাকিতেও হয়েছি মোরা অন্ধ!
দ্বন্দ্বের অন্ধত্ব থেকে জীবনে ফিরবে কি ছন্ধ?
হয়তো ফিরবে ছন্ধ যদি দ্বন্দ্বের দ্বার হয়ে যায় বন্ধ।


দ্বন্দ্বের মাঝে অন্ধ হয়ে বন্ধ হয়েগেছে হৃদয়ের  দ্বার,
তাইতো আজ চারিদিকে মানবতা করে এতো চিৎকার!
জাতে-জাতে,ধনী-গরীভ,চাওয়া-পাওয়া সবটাতেই দ্বন্দ্ব,
এতো দ্বন্দ্বের যাতাকলে জীবনে নেই একটুও ছন্ধ।
দ্বন্দ্বের বিষ বাষ্প জীবনে ছড়িয়েছে কেবই দুর্গন্ধ,
প্রেম-ভালোবাসা আর মানবতায় দূর হয়ে যাক সেই দ্বন্দ্ব।


হৃদয়ের গভীর থেকে চিৎকার করে আকাশে বাতাসে প্রকম্পিত করে বলতে ইচ্ছে করে,
হোক অবসান এই দ্বন্দ্বের আর জীবন ফিরে পাক তার ছন্ধ।
খুলে যাক হৃদয়ের দ্বার আর ফিরে পাক আলো যে চোখ ছিলো অন্ধ,
জীবনের প্রতিটি পরতে ছড়িয়ে পড়ুক মানবতার সুগন্ধ।


🌹🌹🌹🎆🎆🌹🌹🌹🎆🎆🌹🌹🌹