🧿🧿🧿🧿🧿🧿🧿🧿🧿🧿🧿🧿🧿🧿🧿


শরৎতের ঐ আকাশ, দেখে মনটা করে উড়ু উড়ু,
এমন দিনে সবাই,ঘুড়ি নিয়ে করে খেলা শুরু!


আকাশ পানে ওড়ে যে, বাহারি রঙ্গের শখের ঘুড়ি,
বায়ুর সাথে সন্ধি করে,আকাশে ছুটে চলে যে ঘুড়ি।


নাটাই থেকেই সুতো,নিয়ে ঘুড়ি পাখা মেলে ওড়ে,
মাঝে মাঝে মনটা যে,চায় উড়তে ঐ আকাশ ফুঁড়ে।


উড়তে গিয়ে ঘুড়ি তুমি, হঠাৎ করে যাও যে পড়ি,
তোমায় ধরতে গিয়ে, আমরা খাই যে হামাগুড়ি।


ঘুড়ি ওড়ে ঐ যে মাঠে, ঘুড়ি ওড়ে বাড়ির ই চাদে,
ঘুড়ি ওড়ে পথ ধারে, ওরে ঘুড়ি ওড়ে সর্বখানে।


রোজ বিকালে আকাশে, বসে শখের  ঘুড়ির মেলা,
তাই নিয়ে সকলেই, আনন্দে করে কেবল খেলা।


ঘুড়ি নিয়ে খেলা করে ই, আমাদের বয়ে যায় বেলা,
এইভাবে ঘুড়ির সাথে,আমাদের হয়যে পথ চলা।


লেজ নিয়ে ওড়ে ঘুড়ি, তা দেখে হাসে কুঁজো বুড়ি!
মাঝে মাঝে নাটাই যে, ঘুড়ির টানেই যায় উড়ি।


মাঠ-ঘাট পেরিয়ে ই, ঘুড়ি দূরেতে যায় হারিয়ে,
আমরা সবে খুঁজি তাকে,যে রাখিত সবাইকে মাতিয়ে।


বেলা শেষে বাড়ি ফিরি,নিয়ে শখের রঙ্গিন ঘুড়ি,
ঘুমের ঘোরে ই মাঝে,মাঝে ঘুড়ি নিয়েই ছুটি!!


🧿🧿🧿🧿🧿🧿🧿🧿🧿🧿🧿🧿🧿🧿🧿