একটি দীর্ঘশ্বাস না বলা হাজারো কথার বহিঃপ্রকাশ,
জীবন চলার পথে নেই তেমন অবকাশ,
তাই ব‍্যস্তার মাঝে অপ্রাপ্তি আর হাজারও বেদনা মিশ্রিত এমন দীর্ঘশ্বাস  দেয় স্বস্তিতর আশ্বাস!


তোমাকে কত যে ভালোবেসেছি তা বুঝাতে পারিবনা,
জানি সবই তোমার অজানা নয়ত কিছু টা জানা,
প্রিয় তোমাকে ছাড়া কিছুই যে আমি বুঝিনা,
দিন শেষে পেলাম শুধু তোমার একরাশ ঘৃণা!


আমি ভালোবেসে তোমাকে কতইনা চেয়েছি,
তোমার হাসি মুখে শত আশ্বাস পেয়েছি,
স্বপ্ন গুলো রঙ্গিন করে তোমার মায়ায় সাজিয়েছি,
শত বেদনার পরেও তোমার ভালোবাসা খুঁজেছি!


আজও তোমাকে খুঁজে বয়ে যায় বেলা,
যত পারো তুমি করে যাও অবহেলা,
মনেরেখ করিব না কখনও আমি ঘৃণা,
তুমি ছাড়া অন‍্য কাউকেই যে চাইবনা!


তুমি আজ হয়ত অন‍্য কারো ললনা,
ভুলবনা কখনও যতই করনা বঞ্চনা,
তোমার ঐ বঞ্চনা দেয় মোরে যাতনা,
স্বপ্নবাজ আমি তাই পাই বাঁচবার প্রেরণা!