💭💭💭🎆❤🎆🌹❤🌹🎆❤🎆💭💭💭


তুমি আমার প্রথম প্রয়াসের,প্রথম অনুভূতি,
তুমি আমার স্মৃতিতে থাকা/ যে এক সম্পূর্ণা নারী।


তুমি সত‍্য,সুন্দর, রূপেতে, আর গুণেতে অনন‍‍্যা,
বঙ্গমাতার বক্ষেতে বেড়ে/ওঠা ঐ রূপসী কন‍‍্যা।


তুমি চাঁদনি রাতে চাঁদের ঐ, মিষ্টি হাসি রাশি রাশি,
প্রকৃতির সৌন্দর্য তখন/তোমার মাঝে খুঁজতে আসি।


তুমি নিশি শেষে জেগে ওঠা, ঐ রবির মিষ্টি হাসি,
প্রভাতের প্রকৃতিতে সেই/হাসি আমরা ভালোবাসি।


শান্ত সকালে পাখির কন্ঠে, ঐ মধুর সুর ধ্বনি,
হৃদয় পানে কান পেতে যে/ আমি তোমার কন্ঠ শুনি।


তুমি করো নতুন সূচনা, নতুন স্বপ্ন দাও চোখে,
স্বপ্নের মাঝে দাও ঐ/বর্ণিল রং মেখে।


তুমি সদ‍‍্য ফোটা গোলাপের,সেই অপূর্ব সৌরভ,
সহস্র ললনার মাঝে/ললনাদের গৌরব!


তুমি শরতের আকাশে ভেসে চলা শুভ্র মেঘের ভেলা,
প্রকৃতিতে কাশফুল হয়ে/আমার সাথেই খেলা।


তুমি বসন্তের প্রকৃতিতে, সব সৌন্দর্যের উৎস,
সকল ফুষ্পের সৌরভ যে/ তোমার মাঝে স্পষ্ট।


তুমি স্বপ্ন থেকে মূর্ত হয়ে, যে বাস্তবে ছুটে চলা,
তুমি সুন্দর ও সৌন্দর্যের/সংজ্ঞা হয়ে পথ চলা।


তুমি আমার ভালো লাগা ও, ভালোবাসার আবেশ,
তোমায় নিয়ে আমার মাঝে/কত স্বপ্নের সমাবেশ।


আপন মনে রঙ্গিন স্বপ্নে, আপনার কথা বলা,
তাইত আমার পৃথিবীতে/তোমায় নিয়ে হয় বলা।


নির্জনতার মাঝে পাওয়া, এ সরবতা যে তুমি,
তোমায় নিয়ে সারাটি বেলা/ব‍্যস্ত থাকি এই আমি।


কেমনে করিব আমি তোমার , এই বন্দনা শেষ,
যেখানে হয় শেষ বন্দনা/পায় নতুন আবেশ।


তুমিহীন আমার ভাবনা, প্রিয় সে যে ছিল বিন্ধু,
তোমার প্রবেশে আজি হলো/ভাবনা অপার সিন্ধু!


💭💭💭🎎🎎🎆🌹🌹🌹🎎🎎🎆💭💭💭