আত্মদন্ডে দন্ডিত যে জন সেইতো হয় স্বচ্ছ দিলের বাদশাহ্‌,
সুলতান হয়েও কাঠগড়ায় মাথানত গিয়াসুদ্দিন আজম শাহ্‌ ।
দেশ-বিদেশে দূত পাঠিয়েছেন সমুন্নত করতে রাজ্যযন্ত্রের গতি,
ইয়ং লি ও খাজা জাহানের সাথে ছিল তার বন্ধুত্বপূর্ণ কূটনীতি।
মনীষী-জ্ঞানীদের পৃষ্ঠপোষক তিনি দিয়েছেন তাদের উদ্দীপনা,
আইনস্টাইন বলেন প্রতিভার নিরানব্বই ভাগই হল অনুপ্রেরণা।
ঢাকার ঐতিহ্যবাহী সোনারগাঁয়ে আছে এই সুশাসকের মাজার,
হাফিজ শিরাজি লিখেছিলেন হৃদয়চাঁদ গিয়াসুদ্দিনের দরবার ।
http://www.deshbarta24news.com/2014/06/mujahid-news.html#.U5FcrXa-bDf