আজ আমার পিঠ মাটিতে ঠেকেছে,
বা ঠেকিয়েছো।
কাল তোমার কপাল দেয়ালে ঠুকবে।
প্রচন্ড যন্ত্রণায় চূর্ণ করতে চাইবে কিন্তু তাও হবেনা।
থেঁতলানোর তিব্র প্রয়াসও ব্যর্থ হবে।
এ শাপ আমার,
এ শাপ কেবল আমার নয়,
এ শাপ মাটির,
এ শাপ প্রকৃতির,,
এ শাপ একালের।।
এ শাপ তোমার জগৎ খেলার শেষ ধাপ।