...............
তুমি আমার জীবনে হতে যাওয়া না হওয়া একজন
কেবল পরাজয়ের ভয়ে হইনি তোমার
কেবল হেরে যাবে বলে হওনি আমার
তুমি সেই অতিথি পাখির মত উড়ন্ত পথে
হতে যাওয়া জীবনে না হওয়া একজন
আমিও সেই দুরন্ত পথিকের মত ছুটন্ত মনে
হতে গিয়েও কেন যেন হইনি তোমার।
হেরেছি দুজনেই, হারিয়েছি দুজনেই
হতে গিয়েও না হতে পারা পরাজিত দুজনেই
আসলে আমরা এখনো বা কখনো কেউ কারো নই।
আর তাই হতে যেয়েও হতে পারি নাই।
হতে যেয়েও না হওয়ার কারনও তাই ...।