আমাদের হারিয়ে যেতে মানা!
তাসের ঘরের হরতন,টেক্কায়,রুইতনে মজা মানা,
জিহ্বায় নিকোটিন বা গলার গহ্বরে দুই প্যাকে ভিজিয়ে নেয়া মানা।
শুধু মানা নেই বেরসিক চোখ বৃষ্টির!
আহা,কি অদ্ভুতুড়ে মানানসই না,না আর না তে গল্পের শেষ।
এবার চলো প্রিয়তমা, তবে মানিয়ে নেই গতানুগতিক বালু উড়ানো রাস্তায় পাগলের অভ্যাসে হাঁটি...
কেউ না করার নেই, এবার হারিয়ে যেতে নেই মানা!!
টক্কর নিতে গিয়ে হারিয়ে গেলো শৃঙ্খলা, আমরা ভঙ্গ করি শপথ।
বন্ধুর পথ মাড়িয়ে ডেরায় ফিরতে গিয়ে হারিয়ে গেছে জুতাখানা,
খালিপায়ে কে ই বা কতটুকু হাঁটতে পারে!
তোমার ছাপ মাখানো পথ, আমার নিত্য ছোঁয়ার প্রভাব মিলিয়ে মরুঝড়ের বালুতে।
গেলাম হারিয়ে; আমাদের হারিয়ে যেতে মানা নেই।
যেমনটা বাতাসে বালুর কণা ওড়ে,আমি হারিয়েও মিশে থাকতে চাই অগোচরে।




৩/৪/২৩
আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল, জামগড়া।