আজকাল বড্ড বেশি নিজেকে ভালোবাসতে ইচ্ছে করে,
একা মন ছুয়ে দেখে প্রজাপতি!
ইচ্ছে করে পাখির ডানায় উড়ে সাগর পাড়ি দেই,সংক্ষিপ্ত জীবনটা একাকী কাটাই ঘন জঙ্গলে।
ফিলিপাইনের লম্বা পাখাওয়ালা ম্যাকাও পাখির বন্ধু হই,মাকাল ফল পেরে খাই,দিন তো কাটবে!
একা একটা জাদুঘরে বন্ধি থাকি কিছুকাল,কঙ্কাল আমার মমি হয়ে ঝুলতে থাকুক শেষ আশ্রয়ে,
হা করে বাতাস খাই,ঝড়ো বাতাস!
ইচ্ছে করে ইংলিশ চ্যানেল পারি দেই কোন সাক্ষী ছাড়া,রমরমা পাহাড়ি বাজারে সওদা করি পেট!


আজকাল তাই বড্ড বেশি নিজেকে ভালোবাসতে ইচ্ছে করে।


নিজের চামড়া টেনে দেখি বয়স কত হয়েছে,যতন করা হয়নি সেকালে,আবারো একটা গ্লিসারিন সোপ দিয়ে গোসল করে হই তুলতুলে!
সরিষা দানা গায়ে মাখি টিপে টিপে,নতুন করে জন্ম নেয়া শিশু হই!
একটা সাদা পাঞ্জাবি আর পাজামায় খাটিয়ায় উঠতে হবে যে,
ভাবি,অনেক ভাবি ঘুমের ঘোরে।


আজকাল তাই বড্ড বেশি নিজেকে ভালোবাসতে ইচ্ছে করে।


একটা প্রেমিকা জুটেছিল সাধনায়,ক্ষিপ্র গতিতে আগানো লাজুক মেয়েটি,
তাহার গড়ন ছিলো ক্ষীনকায় মিলিয়ে যাওয়া মায়াবতী!
ছলাৎ হেটে যাওয়া বৃষ্টিতে আমি মুগ্ধ যাদুকর।
আজ তাহার নিঃশ্বাস নেয় না আমার জমিনে,পোতা বীজটা নষ্ট হয়ে গেছে,
এক সমুদ্র জলে।


আজকাল তাই  বড্ড বেশি নিজেকে ভালোবাসতে ইচ্ছে করে।


জমজ মনটা দ্বিগ্বীদিক ছুটে বেড়ায়, ক্রন্দন করে, কষ্ট পুষতে পুষতে খাঁচা ভরে গেছে,
এবার কবর দেয়ার পালা।
গাছের ছাউনিতে বসে হিসেব মেলাতে গিয়ে দেখা গেলো ২৫ টা বছর এভাবে কেটে গেছে,প্রতারণার আশ্রয়ে!
কান্না যমদূত হয়ে আসে,খাল কেটে দিয়েছি সমুদ্রে মিশে যাক।
এতটা ক্ষয়িষ্ণু মনের তালা কে খুলবে বলো?


আজকাল তাই বড্ড বেশি নিজেকে ভালোবাসতে ইচ্ছে করে।






নিরিবিলি, নবীনগর
৮/৮/২০২০