আমি অনেকটা বছর ধরে আকাশ দেখি না ,
আকাশও তাকায় না।


                         মাঝখানে মেঘের মতবিরোধ ,
যখন ঝুম বৃষ্টি
তখন টিনের চালে আটকা পরে দেখিনা আরশ।


আমার কায়া দৈন্যদশায় হারিয়েছে চকচকে ভাব,
মখমলের চুলের মতন।


                     প্রকৃতির এক নিপাট রাগ,
তুমি তারে মারো
সে নেয় ফিরিয়ে তোমার কায়া খুলে ভাগ।


আমার চোখের সামনে থেকে আলো নিয়ে গেলো রাত,
দিনের অন্ধত্ব লালন।


      বিচার মীমাংসার মহারণে এক সাদা এক কালো,
ঐ তীর নীরব হলে
মৃত্যুর অপেক্ষা জাগিয়ে রেখেছে জীবন মৃদু আলো।




নিটার
২১/২/২৪