আমার কেমন জানি খালি খালি, একলা একলা লাগে;
একলাই ছিলাম,
তয় মনের মধ্যে এইরাম ছটফট করে নাই তো আগে!


মনের মধ্যে ছিল শুধু একলা থাকার সুখ
অহন খালি,
তোমার লাগি নাচনকোঁদন ধরফর করে বুক।


প্রেমে পরার অভ্যাসটা মোর নিষ্পাপ ঘুমে ছিল
বুঝিনি কে,
দুপুর নাগাদ আইসে আমার, ঘুম ভাঙাইয়া দিল।


স্বপ্নে ছিলা,জখম করে দিলা তুমি মন্দার দিলখানা,
পাগল আমি,
মাইনষে কয় তোমার লাইগা বন্ধ আমার নিত্য খানাপিনা।


আইতে যাইতে গানের কলি গলায় ওঠে সারাক্ষণ,
বোঝে না কেউ,
তোমার লাইগা ক্যান জানি আনচান করে পাগল মন।


আমার খালি একলা একলা লাগে, পরান ছটফটায়;
স্বপ্ন ভাঙছে,
পাওয়ার আগে হারাইয়া ফালাই,নিবে কে এই স্বপ্ন ভাঙার দায়?



নিরিবিলি
১০/৪/২৪