একটা সৃষ্টিশীল প্রেমের মাঝপথে দৌরাত্ম্য আমায় গন্ডিবদ্ধ করে রেখেছে,
আমি ঠিক জানি না,নিছক আলসেমিতে তুমি হারিয়ে দিলে কিনা আমায়।
সূদুরে আমি তোমার অতীতের তিক্ততা ঝেড়ে পৌষের নবান্নতা আগলে রাখতে গিয়ে বিস্তর ক্লান্ত হয়ে গেছি,
তুমি তো আছো বেশ!
উজানে তোমার চুলের ফেনা ভাসতে দেখে বুঝেছি তুমি চিলেকোঠার আর অপেক্ষায় বসে নেই,
এখন তুমি উন্মুক্ত কাঠিতে চড়ে বসে আছো।
যতটা তিক্ততা আকাশটাকে আচ্ছন্ন করে আছে,
আমি চাই না এটা তার চেয়েও কালবৈশাখীতে মিশে যাক,
বরং আমি তোমায় কৃষ্ণচুড়ার কলিতে বাঁচিয়ে রাখতে চাই,
তুমি আমার অর্ধনমিত পূর্নিমা।




স্টারলিং লন্ড্রী লিঃ, নবীনগর।
২৪.০৩.২০২০