আমি নাকি নেশায় ডুবে ছিলাম, একজীবন চোখের নেশা!
আমি থাকি সহস্র কদম দূরে তবু তোমার কায়ায় ঘেঁষা।


ফানুশের মতন হাওয়ায় উড়তে উড়তে,দিকবিদিক ছুটবো,
        রসদ গলে যেতে যেতে আমার কি'বা রবে!
তবু নতুন করে তোমার মায়ায় শৃঙ্খল হয়ে উঠবো,
           দেখো এবার শেষ বিকেলে প্রেম হয়ে যাবে।


লুকিয়ে থাকা প্রেমের নেশায় বড্ড কাতর,
ঠিক যেমনটা টানে যতনে তুলে রাখা জামায় মাখা আতর।


রাতকে জাগিয়ে রাখা অগোছালো চোখে থাকে কুয়াশার ছাপ,
          সূর্য ফুটলেই তাতে ঘন্টা বাজায় নয়টার ফুল,
স্নায়ুযুদ্ধের ত্বরিত পুষ্প,রোদের ভেলাতে শুকাই এই শরীরের তাপ।
          বৃষ্টি এলে মুছে দিয়ে যায় সব তুলে রাখা ভুল।


মনের আশেপাশে সব জমা করা ভুল, বাড়ালে নরক তাপ কষ্ট ঝরাতে থাকে নাসিকার ঝর্ণা!
আমি তো আটপৌড়ে চিন্তার বুড়ো আঙুল, যার হাত ছুঁয়ে ভেঙে যায় চায়ের কাপ,প্রিয় সুবর্ণা।



ডিওএইচএস, সাভার
১৪/৪/২৪