কিছু কি বাকি থাকে বর্ষা শেষে?
যেভাবে সব হারিয়ে ফেলবার পর সে ফিরে আসে!
তাকে এগিয়ে নেবার তাগিদে আমার সব একসাথে বিমুখ,
বর্ষা গত হয়ে গেলে যেমন করে মুখ লুকিয়ে রাখে শামুক।
যার জন্য হাটবাজারে ছড়িয়ে দিয়েছি প্রজ্ঞাপন,
সে দংশায় বিষ,আমি কাহারে করি আলিঙ্গন?
স্যাঁতস্যাঁতে বিছানার গদি আঁকড়ে একফুট কাঁদার প্রলেপ মাখা পায়ে হেঁটে চলা জীবন,
প্রতিবার ছাড়তে চেয়েছি তবু মাটির সাথে আলাপন!
মৃত হতে হতে চরকার হাত ঘুরে ঘর্মাক্ত দেহ দুটির অনশন, হালখাতার মত হচ্ছেনা উপভোগ;
শুকনো কাঠে থাকেনা যেমন বিদ্যুৎ সংযোগ!
তবু তাহার গতর কানেকশনে আমাতে জ্বলুক আলো;
হারানোর শোক সিলগালা করে আয়োজন হোক জমকালো!
মন কেন হাসে অকারণ, কেন কান্না হয়ে ওঠে বিনোদন,
"তোমাকে আমার প্রয়োজন নেই",পাঠিয়েছি পত্রিকায় নতুন বিজ্ঞাপন।
ফাল্গুনী হাউজিং
৬/৫/২৪