আজকাল তুমি আমার বিষন্ন যাত্রাপথ, ইচ্ছের কাকুতিতে বসে ছিলাম সর্বনাশের আশায়,
তবু আমি রেখেছি তোমায় গভীর অন্ধকারের একাকীত্ব প্রার্থনায়।


মন খারাপে মন উড়িয়ে যাই,
একলা লাগে, তাও একটু থেমে পরানটারে ছড়াই।


এই পেট পুরে বাতাস খাই, তারপর গ্যাসের বেলুন হয়ে উড়ে যাই যেখানে আজ অব্দি যেতে পারেনি চোখ,
                   সম্ভবত ওখানে সব বাতাস নিরোধক।


বাতাস খেয়ে বেঁচে থাকা যায়? বেলুন পেট ফুলিয়ে বাতাস না খেলে অদেখাই থেকে যেত এই রূপকথা।
কিন্তু প্রতিনিয়ত কতটা খেয়ে তুমি বাঁচবে?  মন ফসকে উড়ে যাও কিবা ফেটে গেলে লিখে ইতিকথা।


আমি তবু তোমায় রাখবো প্রার্থনায়,
যতটুকু প্রেম ততটুকু মনের খোরাক দেখে আয়নায়।
ভালোবাসা, যেভাবে না জেনে থাকে অচেনার আশায়।


তারপর পাওয়া গেলে বিষন্ন যাত্রাপথ,
সঙ্গী তোমার সম্মতি হোক,
আমরা বেলুন হয়ে উড়ে বেড়াবো যতটুকু পাই পৃথিবীর কক্ষপথ।  



নিরিবিলি
২২/৪/২৪