নিঃশেষে বিভাজ্য হয়ে একি সাংকেতিক উৎযাপন
চেয়েছি তো শেষ শুধু তোমার মনেই হোক দাফন।


খবরে পড়েছি মৃত শালিকের ভোজসভা করে জ্ঞাতি,
তারপর রোজ বৈঠকে শুর উঁচিয়ে চিৎকার করে হাতি!


কাহার শরীরে আত্ম দহন আগুনে পোড়া ছাপ, কাগজে কত বাঁচার আকুতি,কত লেখা হয়েছে রাফ!


নিজের ভিতরে নিজেরে রাখি, করি আত্মসমর্পণ;
খুঁড়ে খুঁড়ে আপনরে করেছি ছিন্নভিন্ন, এভাবেই দিন যাপন।


না পাইলাম তোমায় না পাইলাম ঐ মন,
দূরের আসমানে কোন সুখ তারাটা আপন?



নিরিবিলি
১/৩/২৪