দূর্বাঘাসের ডগায় ডগায় রোদের প্রেম আলাপন,
হয়তো আকাশের কাছের আগ্নেয়গিরি থেকে তাপ এসে পুড়িয়ে যাচ্ছে মাটি,
ক্ষয়ে গেল সমস্ত জোগাড় যন্ত্র,
শক্ত হৃদয় নিয়ে তাবিজ-কবচের একগাট্টি নিবেদন।
এইতো গত হল আমার রুক্ষতা, তোমার প্রিয় স্বভাবে!
আমায় ঘুণপোকার মত খেতে থাকে সারাদিন তোমার কন্ঠস্বর,
হলদে আলোতে লাল ফুলের ঘ্রানে,
আমি জানি সে আছে নীরব, মনের চিলেকোঠার বিক্ষোভে।


বাতাস খুঁজে ফিরবে প্রিয় তার গুনগুন, 
অনেক কষ্ট শুকনো পাতা গুলোর গায়ে মর্মর হয়ে যায়,
নতুন তুমি সবুজের আগমনেও।


হয়তো রঙধনুর মত সাত রঙে ভরে গেছে প্রকৃতি
হয়তো মিষ্টি সুরে গাইছে হলদে পাখি,
হয়তো বাতাসে মৃদু সুখের আলাপন আছে,
কিন্তু আমার বসন্ত কই?
কত আরধ্যের ফুল বাতাস সে,
কত রুক্ষতার গ্লিসারিন সে মিশিয়ে দেয় আমার ত্বকে।


আমি তাকে খুঁজে ফিরি, আবহাওয়া জ্বালাতন করে!
আমার নাকের ডগায় ঘামকণার মত বসেছে সে যে!!
প্রিয়, তাকাও মুখ তোলো, বসন্ত এসে গেছে।



কামারপাড়া
১৩/২/২৪