কই থেকে আসে এই আলো,ভেদ করে কি আসমান সাত?
কালির অক্ষরে বহুবার শুনেছে পাঠক বিষাদের ধারাপাত।


         চাঁদ হয়ে আকাশ ছু'লে,
                মেঘ কি দেয়াল তোলে?


হিজল বনে যেমন যন্ত্রণার আলো নিয়ে উড়ে বেড়ায় সন্ধ্যার জোনাকি পোকা। একনাগাড়ে ডেকে ডেকে ঝিঝিপোকারা স্তব্ধ করে দেয় সব কান। বৃষ্টির লগন এলে উড়ে এসে গ্রহণ করে মৃত্যুর স্বাদ, এমন উইপোকাদের দখলেই থাকুক আত্মহত্যা।
                    এখানে তোমার নাম না থাকুক!


গাঁয়ের সোনালী ফসল জুড়ে দাঁড় করিয়ে রাখা কাকতাড়ুয়া, ভোজন পাখি জানে না সে মৃত। রাত হলে হয় কি নদী অচল? কেমন যেন ঘোলাটে সাদা লাগে জল। প্রলুব্ধ সকালে তাকায় আকাশ চোখ, আমি তো তোমায় হারানো মিছিলে শামিল হওয়া লোক।
                            অতএব সে সবটা জানুক।


      কিভাবে তাঁরাদের দেশে পৌঁছেছে বুড়ি,
           চাঁদের কাছে কি টিপ নিয়ে গেছে ঘুড়ি?


চান্দের গায়ে ফোঁটা লাগিয়ে হয়ে ওঠে চন্দ্রবিন্দু,
অক্ষরে মিশেপিশে তুমিই আমার দীর্ঘ বিষাদসিন্ধু!



নিরিবিলি
১৭/৪/২৪