গোরস্থানে কয়েকটা হাড্ডি লড়াই করছে গোস্তের সাথে টিকে থাকার লড়াইয়ে,
আজ হাড্ডিসার ক্ষতিগ্রস্ত হাড় নিজেই!
কয়েকদিন হলো ওর নিবাস পরিবর্তন হয়ে ঠেকেছে কলাপাতা আর বাঁশের মাচার নিচে।
এখানে আরেক জীবন, একাকী নিরবতা পছন্দ করা মানুষগুলো চিৎকার করে কেউ নেই,কেউ নেই!
দম বন্ধ হয়ে আসে, কে যেন শাস্তি দিতে চায়,কি অপরাধ ছিলো মনে করতে পারছি না।
কোত্থেকে যেন বা'পাশের ফেরেস্তা এসে লম্বা নোটখাতা একনজর দেখিয়ে দিয়ে বলে গেল জনাব,পড়ে নেন।
আমি পড়তে গিয়ে দেখলাম, সব বিপক্ষে চলে যাচ্ছে, ডাকতে চাইলাম মহান প্রভুকে, হে প্রভু আমায় আরেকবার জীবন দাও,
গম্ভীর আওয়াজ। এখানে আসা চিঠিরা ফেরত যায় না,মধুচন্দ্রিমায় গরজে ওঠে না আজ সহযোদ্ধারা, সব সহবিন্যাস হয়ে যাওয়া অবিশ্বাস আজ খেয়ালি হাতুড়ে মারছে আমাকে!
আমার চিৎকার কেউ শোনে না, আপনজনরা এতদিনে ভুলে গেছে শোক,আমার অস্তিত্ব আর নেই সেখানে!
অতঃপর আমার মুক্তি হবে কবে?
একটা মৃত শরীর,মৃত মাটি দাফনের নিচে চাপা পরে গিয়ে ভাবছো নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে!
না!না!!না!!!
পৃথিবী নিঃশেষে বিভাজ্য হওয়া সম্ভব তবে এখানে সব পুঙ্খানু হিসেবে চলে।
না,আজ মঞ্চ প্রস্তুত,বাকিটা অজানা!




স্টারলিং লন্ড্রি লিমিটেড
৩/১০/২০২০