বিস্তৃত জলরাশি এসে থেমে যায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, তোমার সীমানায়!
হেথায় পৌঁছানো সহজ সূত্রে আমি দিক বিমুখ, কাঁটাকম্পাসের উত্তর-দক্ষিণের জ্ঞান শূন্য।
তবু তারে বুঝতে হাঁটছি পৃথিবীর প্রান্ত ধরে, এতটা সাবধানী পদক্ষেপ কে নিয়েছিল কোনকালে?
আচ্ছা, আমরা কি চলমান গ্রহের জোড়া! অব্যক্ত সব কথামালা সিগারেটের ধোঁয়া হয়ে বাতাসের পথ মাড়িয়ে হাওয়া হয়ে যায়।
কলম চালিয়ে কতটা ব্যক্ত হয় যন্ত্রণা!  অপারেশন থিয়েটারে টিমটিমে লাইট আলোয় চেয়ে থাকছি আজ!!


আমি মানবের রুপান্তরিত শতাব্দীকাল হয়তো বেচে থাকবো,
পুনরুত্থান মানবাত্মার কতটুকু বিশ্বাসী খেয়াল তার হিসেব শুধুমাত্র অবিশ্বাসী নিয়ামক।
তবুও পরজন্মে ভালোবাসা আবিস্কৃত লণ্ঠন।
অলৌকিক কোন আবির্ভাবে সংস্কার হবে প্রেমের, পুরনো কোন কাঠকাগজে হবে প্রণয়ের বৈধ সাক্ষর।
চেরাগ জ্বলবে,গৃহপ্রবেশের পথে তোমার জন্য থাকবে না কঠোর নিষেধাজ্ঞা,
আমার শেষকৃত্য স্মৃতি জাদুঘরে তোমার সাথে হবে রাখিবন্ধন ;
ততদিন তুমি ভালো থাকো কৃত্রিম মুক্ত পৃথিবীতে ।



ঢাকা।