আমরা নেই নেই করতে করতে হাপিত্যেশ ছুটিয়ে ফেলি,
কিন্তু এতটুকু অজানাই রয়ে যায়, আমার নিজস্ব একটা আমি রয়েছি!


এতকাল পরে সময় টুকু বদল হয়ে পরিপক্বতা ঘাম বলে,আজ কর্তা বনে গেছি, বিশালতা ভাবতে ভাবতে কখন যেন আমি থেকে আমরা হয়েছি।💚


খুঁজতে গিয়ে শ্যাওলা জলে পিছলে পরেছে গা, ডুব তলে সমুদ্র মানব ;নিশ্বাস চেপে রেখে,অস্তিত্বের গোড়াপত্তনে সত্যি প্রেমের বান মেরেছি।


কথামালার চারপাশে হেসে তাকিয়ে থাকা গুটিগুটি অস্তিত্বের আচরণে, পরস্পর গৃহ কেন্দ্রে একটা খুঁটি গেঁড়েছি।


ভেবে দেখো, প্রেমের সিন্ধু সভ্যতা মরু ঝড়ে কিবা আধুনিক প্রিয় প্রেমে, হাওয়াইমিঠাইয়ের চক্রাকলে আমরা প্রত্যেকেই মরেছি!




এজিএস
১/৩/২৩