নোঙর ছিঁড়ে ছেড়া পালে লাগিয়েছ হাওয়া, উত্তাল সাগর দেখো নি কবু প্রিয়, যাও,
আমি এ পাড়েই আছি;
চেতনার শিশি কবিরাজের তন্তু রসে ভরে যাক, মৃত যাত্রী হয়ে, আজ,কাল,আগামী;
আমি আমার ছায়ায় বাঁচি।


ক্ষণে ক্ষণে বদল হওয়া আবহাওয়া আর প্রেম,কে জানে তার পাল কে তোলে!
আমি মাঝি, তোমায় তুললাম নায়ে,
দিগ্বিদিক ছোটাছুটি করো না, জ্ঞান হারাবে; এখানে হাসপাতাল, ডাক্তার, মর্গ কিছুই নেই;
বধু সাজ, চলো ফিরে যাই গায়ে।


দেখো তো রাজহাঁসের কতটুকু জলের তলে আটকা পরে,চিনা হাঁস অথবা নিজস্ব ব্রিড!
শামুক তবে ডুবে থাকে অতলে,
খোঁজ করে নিয়ে যাক এক ডুবে সব ভাগ, চাওনা ফিরতে এই পাড়, ভেস্তে যাক ক্ষণিক বাণে;
কার ছায়া তবু ভাসে এই জলে।



নিরিবিলি
১৪/১০/২৩