তুমি নাকি জর্দা দিয়ে পান খাও এখন,
এতটা বুড়ো-বুড়ি হতে পারলাম কই?
কথা ছিলো সাদারুমালে হুল ফুটবে সুঁইয়ের,
তাতে না দেখা হলো লাল ঠোট,না সাদা চুল কোনটাই যত্ন করা হলো না,
না হলো কৃষ্ণপক্ষে ঘি ওঠা তেলের পিঠা,তোমার হাতের মোচড়ে সুস্বাদু খিদে মেটার প্রয়াস আমার!
একটা বরশি কেনা ছিলো শান বাঁধানো ঘাটে বসবো কিছুক্ষণ,
দু'চারটা চেংড়া পুঁটি কুটুস কুটুস করে ঘা বসাবে টোপে,তাহার কয়েকটা গরম তেলে এপাশ ওপাশ করে খেয়ে নিলাম ঘুমের আগে।
এসব পুকুরের পানিতে ডুবে গেছে স্বপ্ন!
হাতের লাঠিটা নিয়ে হাটতে কষ্ট হয় না?
কথা ছিলো,সাধ্যি নিয়ে একবগলে চলবো দুর্গম পথ,বেতের লাঠিটা নিরামিষ থাকবে এই জীবনে।
তবে যাই বলো,প্রকৃতির নিয়ম পাল্টে প্রেমে পরা বারণ,
খুব যত্নআত্মি করার হসপিটাল তৈরি করা হয়নি,সেবিকা নেই,
নেই চুল শুকানো মেয়েটা।
তাই কথা ছিলো,এক মোরগ ডাকা ভোরে যাত্রা শুরু হবে কিন্তু মোরগ কিংবা সকাল কেউ-ই কথা রাখার সুযোগ পায়নি;
কারন,বিশালতা নেই এখানে।





নিরিবিলি, নবীনগর
৪/৯/২০২০