তুমি সমুদ্র খুঁজতে এসেছিলে,
দীর্ঘক্ষণ তাকিয়ে, পলক না ফেলতে জল নোঙর করলো।


ভাবলে, এ চোখে এক সমুদ্র সাগর, নামিয়েছ ন'ফুট গভীর জাহাজ;
ঈশান কোনে মেয়ে তোমার কাজল মেঘ জমেছে,উত্তাল ঢেউয়ে কাতর শরীর, ভয়ার্ত মন।
           পোড়া কপাল, বিন্দু বিন্দু শিশিরের মত ঘাম জমেছে নাকের বারান্দায়,এই নাবিক অশ্রুসিক্ত, তবু বাঁচাতে চায় যাত্রী হয়ে আসা তোমাকে।


কি নিদারুণ যন্ত্রণা ছোঁয়, নিজে যখন অষ্টরম্ভা নিজেকে খুন করে দেয়, এই কষ্ট কে অনুভব করে?
     নিজে? নিজেকে নিজের তরে বিলিয়ে দিলে বৈ কি!


অথচ শহর জুড়ে তোমাকে নিয়ে হৈচৈ।
         তুমি ফিরে এসেছ, এই স্টেটে এর চে ভালো খবর অচেনা প্রেমিকদের জন্য আর নেই।


তোমাকে বলাই হয় নি কখনো, যে সমুদ্রে তুমি আচল উড়িয়েছ। সে নাবিক, জাহাজ সব ভুড়ভুড়ি কেটে জল শোষণ করছে তলদেশ।
        ডুবুরিরা খুঁজে পেয়েছে শুধু অবশিষ্ট প্রেম!


নিউজের হেডলাইনে তুমি জানলেও জানতে পারো,
কেউ তোমায় বাসতো ভালো তোমার চেয়েও অধিক আরও।



ফাল্গুনী হাউজিং
১৩/৪/২৪