অসুখ চাপা ভাব, বিবর্ণ হয়ে আসা গোধূলি সূর্য;
স্নানে নেমে চলো আজ লালরঙ থেকে কথা চুরি করি।
দিন পাখির থেকে যাওয়ার ইচ্ছে, আলোয়।
নিশাচর হুতুম প্যাঁচা অপেক্ষায়, প্রতিদ্বন্দ্বী স্বপ্নও!
বৃক্ষরা নিদ্রাহীন কাটিয়েছে দীর্ঘ ঘন্টা,তার পা আটকানো জমিন,
এভাবেই বেড়ে ওঠা, চলমান অববাহিকা।


কখনো স্বপ্ন মিথ্যে হয়, মিথ্যে সত্যি বনে যায়। হুট করে ঢুকে যাওয়া খেজুর কাটা নাকি পুরো শরীর জুড়ে দৌড়ায়। কি আশ্চর্য! খোঁজ মিলে শরীরী ব্যথায়।


চর জেগে ওঠা শান্ত নদীকে তো কখনো কেউ অন্তঃসত্ত্বা হতে দেখেনি! নদীর কি ব্যথা হয়? প্রসব বেদনা?
তবে চর? কিভাবে উদঘাটন?
সে যে ওপারের সাথে চুকে এসেছে সব সম্পর্ক হিসেব।


এই যে সমস্ত অসুখ,অসুখী!
সব নিস্তার মিলে যাবে এখানে, কথনে কথন জোড়া লাগিয়ে গড়ে ওঠা এই কথার ফার্মেসী।



এজিএস
১৪/১/২৩