সে আবেগ ঢেলে দেয়
          আমি কুড়িয়ে পাই কষ্ট!


হঠাৎ আবিষ্কার করলাম বহুদিন সুপ্ত থাকার পর আগ্নেয়গিরির লাভার মতন জেগে ওঠে লাল লাল কষ্ট।
জঙ্গল পুড়লে প্রকৃতি আর সৃষ্টি কেঁদে ওঠে এখানে
মন পুড়লে চোখ সাগরের মত উতলায়।
সমস্ত শরীরী নার্ভ ফায়ারসার্ভিস হয়ে যায়!


এই যে মন পুড়ছে;
কোন ধোঁয়া নেই, সব উড়ে উড়ে কুয়াশা হয়ে গেছে।


তবু আমার চোখ ভীষণ লাল।
             তুমি বললে, আমার ঘুম কম হয়েছে!
তারপর বহুকাল ঘুমিয়ে কাটাতে চেষ্টা করেছি, যতদিন না মৃত্যু ডাকে।


তুমি চেয়ে চেয়ে বিবাগী বিরহ উপভোগ করো,কি দারুণ ভস্মীভূত ছাই।
            আমি যে এর মাঝেই নিজের কষ্ট কুড়াই!



ধৌড় বেড়িবাঁধ


১৯/৩/২৪