পূব আকাশে এক উজ্জ্বল আভা
বাতাসে ভেসে আসে আশাবরী সুর,
সর্বত্র অদ্ভুত এক ভালোলাগা শ্রান্তির
মুয়াজ্জিনের ডাকে ঘুম ভাঙায়।


ডানাভাঙা বাবুইর মত প্রচন্ড ঝড়ের মাঝেও
অনুভব করে আশার আলো,আল্লাহর মহিমা
কোনো হতভাগা দরিদ্রও যেন
এ রহমতের দাবিদার।


সময় আর সহানুভূতি প্রতিটি বান্দার
মনের গ্লানি ধুয়েমুছে দেয়,
প্রচন্ড প্লাবনে যেন পরাজয়ের মাঝেও স্মরণে আসে হে প্রভু
এ যেন নৈকট্য অর্জন কায় মনে।


হাজারো মস্তক লুটিয়ে সেজদায়
প্রার্থনা শুধু মাগফেরাত
হে প্রভু! তবুও কেন মানুষের মাঝে
এত ঘাত-প্রতিঘাত।


সব ভেদাভেদ ভুলিয়ে দিয়ে দেখাও আলোর দিশা
হে প্রভু মহিয়ান
বিদ্বেষ ভুলে সব কায়মনে গায় তোমারই শান
মাহে রমজানের ডাকে।




দারুননাজাত,সালেহিয়া হল
রুম-৩০১
১১-৯-২০০৮