নিজেকে নিজের খামে গাম অথবা স্কচটেপে বন্ধি করা সম্ভব হয়নি কখনো পুরোপুরি,
সম্ভাব্যতা যাচাই শেষে কখনো সখনো তোমার মাঝে আশ্রয় চেয়ে হয়েছে ঘোরাঘুরি!


কি আশ্চর্য! খামখেয়ালী।  আচ্ছা তুমি জানো কি?
আমি অথবা তুমি একই অক্সিজেনে বাঁচি!


এই যে তপ্ত রোদ, ঝড়বৃষ্টি -


আমার ঘর্মাক্ত শরীরী আর্দ্রতা,
তোমার সঙ্গ শরীরে জলের মুক্তো স্বচ্ছ কণা অথবা মিলনের বহু উষ্ণতম মূহুর্ত ফোঁটা।
শীতভোর শিশিরের নিঃশব্দতা,
রাতের আবডালে বহু মিলনে জেগে ওঠা কলাই ডগায় ভাসমান জল অতঃপর আবেগ ছোটা।


অনুরূপ! শেষ ঘোষণা, হাওয়ায় উড়তে থাকা।
চাপা বালিশে নিঃশ্বাস মরে গিয়ে ঠনঠনে হাড়গোড়!


এই যে বাস্তববাদী, অগ্নুৎপাত কিংবা বরফপাহাড়-


জমে গিয়ে আখি নিভে যায়,
দেখিবার স্বাদ দুধে-আলতায় মিয়িয়ে গেল ঘনীভূত কালো জটলায়,মেঝে জমাট বাঁধা রক্ত।
আগাবার পথ হারিয়ে পা ক্ষয়,
ম্রিয়মাণ রংধনু আকাশ ছুঁয়ে করে নিজের সমাপ্তি, কতবার তাকে অনুকরণ করে হয়েছি প্রতিমা শক্ত।


অবশেষ! তাহার মুখখানি পুকুর জলে ভাসে,স্ব।
পরগাছার মতন আমি বাঁচতে শিখি আয়না চালান শাস্ত্রে!



টেক ম্যাক্স লিঃ
নরসিংহপুর।
৯/১০/২৩