পৃথিবীর সব বিগত দিনগুলো ফুরিয়ে যাক,বছর দশেক পরে আবার কথা হবে, হয়তো এইরকম কোন ধানের ডগা বের হলে;
তবে সেটা তুমি নও,অন্যত্র।
উপমা ঘিরে তৈরী হবে বিমানের পাখা, আমিও উড়বো পাখির মতন, এক আকাশ কাশফুলে মিটে যাবে মেঘেরঘটা,
কতই তো বছর শেষ হলো! মাথায় দুরবিনের দূরদর্শিতা জেঁকে বসলে চেয়ে দেখবো নিজের অতীত, হেসে গড়াগড়ি খাওয়া সব সম্মতি স্মৃতি।


ফুরিয়ে যাক মহামায়া লেকের নীল জলরাশি,ঘোলা না হলে বলদ কি হাটুগেড়ে পানি চিবোয়?
আমার জমিনের সবটুকু জল নীল,বেদনার নীল,চিরসবুজের মাঝে লুকনো নীল;
মন কে ম্যানগ্রোভ  বানিয়ে নিয়েছি, সোয়াম্পের সব গহীনেও সম্পর্ক নীল, ঐ যে নীলপদ্মের কথা বলেছি!
আচ্ছা তুমি ভীষণ নীল হয়ে এসো,আমি নীলচে হয়ে যাবো।


কথা হোক আজ থেকে সকালের উষ্ণতায়, রাতের মৃদুমন্দা ঠান্ডা হিমে;
প্রহরে প্রহরে মেখে যাক তোমার নয়ন,আমি মরিচ গুঁড়ো চোখে লাগিয়ে, কচলিয়ে কচলিয়ে পানির ঝাপটায় ফেরত আসবো।
দুনয়ন চাহিয়া দেখিবো না হয়,পা দু'খানা ডুবে আছে ঘাটে।







নিরিবিলি, নবীনগর
২২/০১/২০২১