এই যে বিস্তৃত আকাশ ছুঁতে চাওয়া গাছ,
ঠিক তেমনই-
গ্রাফকাগজে উঁচুনিচু আমাদের হাহুতাশ।


এই যে বিশাল আকাশ ছুঁতে চাওয়া গাছ,
ঠিক এমনই-
আমাদের আকাঙ্খার উঁচুতে ওড়ার আশ্বাস।


এই যে লেপ্টে থাকা জলের উপর মাটি,
ঠিক তেমনই -
কয়েকটা দিন বেঁচে থাকার নিঃস্ব ঘাটি।


এই যে শক্ত টিলা মাটির উপর মাটি,
ঠিক এমনই-
মৃত স্বাদে পূর্ণ মায়া ভাটার টানে যাচ্ছি ভাটি।


এই যে নদীর বুকে গৃহস্থালি জল,
ঠিক তেমনই -
তোমার বুকে ঢেউয়ের মত ছল।


এই যে নদীর বুকে ছলাৎ লোনা জল,
ঠিক এমনই -
নুনের মতন স্বাদের হাওয়ায় ভালোবাসি চল।



সিনএন্ডবি
৭/৪/২৪