অবশেষে!
এই মনের ভিতর কোথায় যেন লুকিয়ে থাকিস তুই,
আমি তেপান্তরে হারিয়ে গিয়ে বর্ষা বিকেল ছুঁই।
রাত নেমে যায় তারার হাঁটে, গঞ্জে বিলাই সুখ,
আমি একলা আকাশ দেখে এখন দুঃখ পুষি দুখ।


অবশেষে!
রাতকানা সব পোকাগুলো ঝাপটে রাখে লতা,
ফিরলে বেঁচে জানুক সকাল জমাট কত কথা।
আমায় একলা রেখে বিকেল এখন মিয়িয়ে গেছে রাতে,
গোস্বা করে চাঁদখানা ক্যান দূর আকাশের সাথে।


অবশেষে!
তারে পরীর দেশে খুঁজতে গেলাম মণ্ডা-মিঠাই লয়ে,
দেখি ফেরার আগেই যাচ্ছে এখন হাড্ডিগুস্ত ক্ষয়ে।
পরিনতি কেন এমন গো বাছা, পরিণয় কোন কালে,
দরজা বন্ধ, চপাট করে কষে একখান মারো নিজ গালে।


অবশেষে!
গল্পটা আর রইলো না বাকি মন ভরা অসুখ,
শুকনো ডালে সুখের পক্ষী উড়ে এসে বসুক।
হাহাকার বেঁচে না থাকুক প্রিয়, মরে যাক অসময়,
রুমালে তাহারে মুছিয়ে দিও মন, বিবেকের ক্ষমায়।


অবশেষে!
আঁধারে ঢেকে গেছে চাঁদ, তুমি কি হেথায় আছো?
নইলে কি তব সূর্য বাগিচায় আবার ফেরত গেছো!
আমারে রাখিবার চেষ্টাটুকুন কপালে তোলনি ভাজ,
খুদেরাক্ষস চিবিয়ে নিয়েছে অস্থি, মজ্জা গত আজ।



এজিএস
২২/১১/২৩