জীবন মারিয়ে নিলে দক্ষিণা হাওয়ার আবেশ,
দুঃখরা জমা হয়ে রোদের শরীরে করে সমাবেশ।


গ্লানিবোধ নোঙর করেছে ভুত, নেই পালানোর পথ;
হঠাৎ প্রবেশ ঘর, সুরঙ্গের ভিতর নেই আলোর স্ব-পথ।


স্বত্ত্বার সাথে মিশে আছি ওতপ্রোতভাবে ট্রাফিক জ্যামে, যতটা শরীর মজে যায় চৈত্রের দুপুরে বেরসিক ঘামে।


স্নায়ু চায়নি সামনে আসুক অ্যাক্সন প্রভাব চশমার ফ্রেমে আগে,
আদ্রতা হেরে গেলে রোদে, জিরিয়ে নেয়া অবসরে ছায়া লাগে।


পালিয়ে বাঁচার চেয়ে যদি তোমাকে করতাম সঞ্চয়,
অপটিক; সাদা কর্ডের মত তন্তুর হতোনা অবক্ষয়।


এরপর আমি ভুলে গেছি কতদূর গেলে থামা যায়;
মৃত্যুর স্রোতে ভেসে আসে জমানো হাহাকার,নেয়নি কেউ এই দায়।


আমার মৃত স্বাদ জলে মিশে না হোক তোমার শোক,
ছায়া হয়ে প্রেম আসুক চলো কল্পনায় করি উপভোগ।



নিরিবিলি
১৭/৪/২৪