যেই মেয়েটিকে কখনো অন্য বাহুতে চিন্তাও করেন নি তাকে অন্য বুকে ঝাপটে থাকতে দেখবেন!
ভাবা যায়, গা শিউরে ওঠা ব্যাপার না?
নাওয়া খাওয়া বন্ধ করে ডুব দিলেন অতীতে,খুজে পাবেন শত সহস্র বুলি,
এগুলো মাড়িয়ে দিয়েছে বর্তমান অবস্থা,সে অবস্থার পরিবর্তন চায়নি বরং করেছে ভালো কিছুর অপেক্ষা!
আজ সুযোগে পালিয়ে যাও সুবোধ বালিকা,
বালিকা লাল শাড়িতে লেজ গুটিয়ে পাখা খুলে দিলো অসম্ভব চিৎকারে,
আমায় নিয়ে যাও সুখ!
ঐ ব্যাটা,আমায় কুর্নিশ কর! যা পেয়েছ তার সিপাহী ছিলাম আমি,
আমি একে বড় করেছি হাতের মুঠোয় করে।
সে অকৃতজ্ঞ পাষাণী!
আমি তাকে এসব বলতে চাইনি,তার মন থামে না আমার কাছে, সে যে চায় মহাকাশ।
এ ভাই কি আছে তোর আমার থেকে বেশি?
নাম,ডাক,অর্থ,প্রতিপত্তি!
প্রবঞ্চনা তাঁহাকে প্রতিকূলচারী।
এভাবে স্বপ্ন বিলিয়ে যায় আবার স্বপ্ন দুর্যোগে ভেসে যায় কাহারো,
সব সার্থপর,পৃথিবীর দোষ নেই;
মানুষগুলো কাটখোট্টা হয়ে গেছে, ইহাকে কিরূপ বেইমানী বলা যায়!
মন জ্বলুক অনন্তকাল, তাতে কার কি।
এভাবে পৃথিবীর সত্যি ভালোবাসা আর না জ্বলুক, তোমার লোলুপ দৃষ্টি আগেই রেখে দিতে জমা করে,
কেন দিলে ছোবল নিছক এ সাধারণ যুবককে!





( ইমাম হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
কমন ফ্রেন্ডস আমার সোশাল মিডিয়ায়, ছেলেটা নিজের এলাকারও, এভাবে ঝুলে গেল শুধুমাত্র একটা মেয়ের জন্, অবশ্য এই মেয়েটার জন্য সে যা করেছে আমার ধারণা শাহজাহান তা মমতাজের জন্য করেনি!
তবে কোনভাবেই ওর আত্মহত্যাকে সমর্থন করি না।
এটা গর্হিত কাজ।
এই এমন গল্পটা ওর একার না, আমারও!


ও হয়তো ঝুলে গেছে, আমি,আপনি আমরা পারি নি,
ওর মনটা হয়তো অনেকটাই শিশুসুলভ কিংবা ওর ভালোবাসা মেজার করার এবিলিটিই নেই আমাদের।
তবে একটা কথা বলাই উদ্দেশ্য,কখনো কোন মেয়ের জন্য কিংবা কোন ছেলের জন্য নিজের সময়, ক্যারিয়ার নষ্ট করবেন না, কারন আপনার এই প্রিয় মানুষটি পরিপূর্ণ কোন লোককেই বেছে নিবে, আপনাকে নয়!  তাই আগে নিজে পরিপূর্ণ হয়ে উঠুন, এটলিস্ট ভালোবাসায় ঠকবেন না।
আর নিজের থেকে প্রিয় কেউ নেই, আগে নিজেকে ভালোবাসতে শিখুন।)                      




স্টারলিং লন্ড্রি লিমিটেড
২৩/৮/২০২০