তোমার জন্য একটা বিষাদ সিন্ধুক রেখে যেতে চাই, ভুল করে বিষাদ সিন্ধু পড়ে ফেলো না!
যদি তাই হয় তবে চোখের অবসাদ,
      চোখে চোখে মেরে ফেলা অপঘাত।


আমার যত বিষাদ, কবিতার যা আছে অনল, এই যে মনের সহস্র বছর পার, সবকটি একাট্টা হয়ে জমা-
রাখা আছে স্বর্গের সিন্ধুক,
      ঠেকেছে দেয়ালে পিঠ, বাকিটা পিষেছে নিন্দুক।


এতটা পড়তে পারে বন্দী কয়েদি, যে বিষাদটুকু রেখে আসে কারাগার,মুক্তির মিছিলে থাকে অনাদর;
বাকি জীবন সিন্ধুক নিয়ে আসে সঙ্গীর,
     কাহারে ঠকায়ে এঁটেছ কারণ আরেকটা ফন্দির?



নিরিবিলি
৩০/৩/২৪