আসসালাতু খায়রুম মিনান্ নাওম!
জেগেছে বিদ্যুতের তার ঘেঁষে ছুটে চলা আল্লাহু আকবর্ ধ্বনি।
বান্দার নসিহত কাটেনা, শেষ হয় ঘোরের রজনী।

আসমাউল হুসনা ধরে ডাকছি তোমায়, মিটিও কারণ তুৃৃমি দয়াময়;
কবুল করোগো হে মহান, জীবনের ভুল ত্রুটি চাওয়া পাওয়া কাটে তোমারই সমাধায়।

কপাল এটেছি দুয়ারে তোমার, সিজদাহ্ কেবলায়,
হাশরে মোরে দিওগো জামিন, মন্দার অবেলায়।

কত আশার বানী শুনিয়ে যায় পিদিম নেভানো ঘোড়া, অসহায়ত্বের কালিমা ধুয়ে নামে শরীরী নাপাক।
                  আর চালকূটে হেরে যাওয়া ঘোর সন্ধ্যা।
হে প্রভু দয়াময়, তুমি দেখালে আধার আলো, নৈঋতে আমি গম্ভীর লাশ,শুয়ে আছি গতরে ঢেলে মাটি।
      মাফ করো গফুরুর রহিম,আমি তোর আজ্ঞাবহ বান্দা।




নিরিবিলি
১৫/৫/২৪