চলো,
এগিয়ে নেই জীবন। এখানে থেমে যাওয়ার কি মানে!
প্যারাফিনের মত বিষাক্ত ছোঁয়া নিয়ে সন্ধ্যার আগরবাতি জ্বালায় লোভাতুর মন,
কতটুকু তলিয়ে গিয়ে পেট পুরে পানি চেপে বাড়িয়েছ দেনার ওজন!
পাল্লায় ভারী তুমি,
আমি হেরে যাওয়া বাটখারা।
যেখানে যা থাকুক বাতাসের বেগ এসে সর্বহারা।
মরুর বুকে কি থাকে জল?
এখানে রোদের তাপে চোখ ছলছল।
চাঁদের অবউষ্ণ আলোয় মঙ্গা আঁখি শীতল।
লুটিয়ে পড়েছে বিকেল, তারপর কাঁচা রোদ হারিয়ে গেছে গাঢ় আঁধারে।
জীবন নিয়ে এত চিন্তিত কেনো? একদা হেরে যাবে তুমি শবাধারে।
এরশাদনগর
৫/৫/২৪