আজন্মের পাপটুকু টিকটিকি লুকাতে দেয় না বলে পাপী থেমে নেই,
প্রচলিত কথায়, কূয়ার ব্যাঙে উপরতলার শহর দেখেনি বলে এত ঘ্যাঙরঘ্যাঙ!
বর্ষা মৌসুম তো প্রাতঃকাল।


শকুনি চোখের কাটাকম্পাস নিয়ে একদল মাছেদের চোখে অমানুষ! পূনরুজ্জীবনের শুরুতে গপাস গপাস কোপ বসিয়ে দিল ছিপছিপে জলে।


একটা চলন্ত গাড়ি জমিয়ে ফেলে কখনো চাকার নিচে,এক্সিডেন্ট বলে চালিয়ে দিলাম!
অথচ ও কতশত মানুষ বহন করে চলছে প্রতিনিয়ত।
উপকারী!    


বাঁশঝাড়ে একটা পাখি ডাকছে, এটা নাকি মৃত ডাক,
একটা বিষাক্ত সাপ গড়াগড়ি খাচ্ছে মাটির প্রলেপের উপর,কি সব সেকেলে কথা বলে এড়িয়ে যাওয়া।
প্রিয়তমা,তুমি নাকি পাখি হয়ে গেছ!


এর চেয়ে শূন্যলতা-ই ভালো,
নিজে কারো না কারো জন্য উপকারী হয় বটে,তবে যাকে বেয়ে আকাশ দেখেছে মাথা উঁচু করে,
তাকে পেঁচিয়ে মেরে ফেলেছে অবশেষে।






নিরিবিলি, নবীনগর
৩/৮/২০২০