সূত্রে গাঁথা গণিতের ভেতর দিয়েছি উঁকি, মগজে কারফিউ জারি, না মেলা উত্তরের পাতা।
        উপরে লালকালির বিশাল শূন্য!


প্রশ্নকর্তা কি জানতেন, আমি গোলেমালে পাশ করা ছাত্র!!
জানে শুধু,প্রেমিকা মানে তিনটা শব্দের যোগফল।
       আর প্রেম, এক গহীন অরণ্য!


এখানে ফেল করেছে জীবন, ড্রপ হতে হতে ঠেকেছে গিয়ে লাশে,তবু কেনো সে ফিরে ফিরে--
                হৃদ মাজারে আসে?


দেখো রাত কতটা অন্ধকার কালো, আলো আসে কোত্থেকে? তবে সেখানে কি মৃত তাঁরারা--
             সাদা কফিনে হাওয়ার চাদরে ভাসে!



এজিএস
২৩/৩/২৪