ঘন বর্ষার দিগ্বিদিক ছোটাছুটির অবসান এই সকাল,
আবির্ভূত উন্নাসিক স্নিগ্ধতায় কোমল প্রেম শরতকাল।


মুক্ত মেঘের আকাশজুড়ে শিমুল তুলোর ঢেউখেল, সাদা মেঘে নোঙর করা এক কল্পনার উড়ালনাও।
এবার উদাস হওয়ার পালা!
আমনের নাকছোয়া ঘ্রাণ পাবার উৎফুল্ল সবুজ চারাগাছ,
সে দোলে, সুরের ঝংকার তোলে, মন মাতোয়ারা।


আদিগন্ত মাঠ, নতুন বাহারে দুর্বা ভিজে যায় নম্র শিশিরে,
স্নান করে মন,শেফালি-শিউলি হরেক আর সাদা কাশফুলে।


বিলজুড়ে মেখে রাখে প্রেমের শুভ্র সাদা শাপলা, গভীর আলিঙ্গনে নতুন ফোঁটা লালের আলাপন।
জিহ্বার আগাগোড়া জল আসা স্বাদ!
সর্বাগ্রে জলপাই,আমলকী মুখ আস্বাদন, এখানে প্রেমে পরে হারিয়ে যাওয়া শৈশব, করমজা চালতায়।


কালেকালে কত বিবর্তন হয়ে গেছে আকাশ-জমিন-ধরা;
এসেছে বান গেঁড়ে শুষ্কতার আনাগোনা,মাটিতে নেমেছে ক্ষরা।


প্রানের মাচায় বাজে গো বাঁশি, রাখাল মেলায় সুর, চোখ ধাঁ ধাঁ,কপালে উঠেছে চিত্তাকর্ষক ঋতু।
বা'পাশটা তবু খেয়ালে হারায় কভু!
হৃদয়ে তবু আসিবার লাগি প্রেমময় সুধা, জানাতে গিয়ে ব্যর্থ আজি হিতৈষী গননা।


সুজলার বান যে মারা বারমাসি পেটে,থাকছে না হয়ে থিতু;
অকাল মুছুক, আসুক প্রভাত নিয়ে নামুক খুশি এই শরৎ ঋতু।



পাগাড়, ঝিনু মার্কেট
১৩/৭/২৩