ছেড়ে চলে যায় শীতের নগ্ন আশ্রয় গা ঘেষে মোটা সোয়েটারে,
তুষার শুভ্র মন নির্মল চাঁদের আলোয় চেয়ে থাকে তুমিময় আবদারে।
হামাগুড়ি প্রেম অচেতন অবাক, দৃষ্টি যায় না বহুদূর পিঁপড়ার বহর,
হোঁচট খেয়ে কস্মিনকালে যদি ফিরতে পারি তোমার শহর।


যাঁতাকল চাপে নিগ্রহ সর্বস্ব
পায়ের ছাপে কোন ভিনদেশী অশ্ব!


যেমন চায় নদীর জোয়ার, উপচে উঠে পাড়ে;
শৃগাল যেমন রাতের আঁধার, শিকার আশ্রয় দিনের ঘাড়ে।


তব
সব
     নিয়ে
ভব
স্বভাব।


মানসিক চাপ পাগলের গারদ,
পচনে নিমজ্জিত হিংসার আরদ।


কে লুকোয় তাহারে মৃত বালুর অগোচরে,
দুমুঠো গুলির বহর ফটকা বন্দুক নিয়ে অচল শিকারে।


সে অমিমাংসিত রোদে শুকায় ভোররাতের কুয়াশা লেপ্টানো চাদর,
তৃপ্ত শ্বাসে জেগে উঠে আশ্রম বালিকা, নেয় হিমালয়ে বরফ গলা আদর।
আমাদের আর রইলো না বাকি পৃষ্ঠা, যেথায় ইতিহাস খাবি খায়,
শীত এসেছিল কুয়াশার জোগানে, অমরত্ব ভাঙা গেল এ শহরে হায়! হায়!!




রেডিসন
২/১১/২৩