তোর শহরে এসেছি;
ভয়ানক সুন্দর এ শহর,আমার পরিচিত সব স্থাপত্য পুরকৌশল বিভাগের উপসচিব তোর কারনে পাল্টে ফেলেছেঃ
প্রথমতঃ আমি ধোঁকা খেয়েছি!  এই শহরটা গুমোট হয়ে গেল কেন, কেন জ্বালানো সেসব বাতিগুলো হরহামেশাই কুন্তল মুখোপাধ্যায়ের আনুমানিক ধাঁধা হয়ে গেল!
আমি জানি না হেঁটে যাওয়া রাস্তার গভীরে কিভাবে খেলে অসুস্থ ভূমিকম্প!
তবু তোর শহরে এসেছি হেঁটে যেতে বহুদূর।
নেই সেই পুরনো বেলুন, উড়ন্ত গাঙচিল আর রসিক নগর;
আমি কই যাই, সবখানে নেই নেই আওয়াজ!
চলো বৌছি খেলি বলে পালিয়ে যাওয়া ঘরে ঠকঠক শব্দের শ্রাবণ, বঙ্গাব্দে যাকে মাস বলে জানে!
বহে মেঘনার বাণ,তবে হোক শহরের কোল জুড়ে নিষ্পেষিত নদীর জন্ম, কোন এক চন্দ্রগ্রহণে তুমি দেখতে এসো;অবিশ্বাস।
আজকাল মনে হয় একটা নতুন শহরে যাই,ঘুরেফিরে দেখি অনন্যা রূপ,হয়ে যাক রূপকথা!
প্রথম বচনেই তাকে বলে দিবো আমি ঠাঁই পেতে তোর শহরে এসেছি!
শকুন্তলা বকুল গাও, আমি পাল উড়াইয়া দেই অজানায়।
এই শহরটা আমার হোক!





নিরিবিলি, নবীনগর
১৬/০১/২০২১