আষাঢ় শ্রাবণ বৃষ্টিমেঘের ভাজে নাটাই ছাড়া উড়ি,
প্রেমিকার গালগল্প নিয়তির ভূতবাতাসে উন্মাদ ঘোরাঘুরি।
তাহারে পাইবার যাতনায় মেনে নেই গোখরার বিষ দংশন,
না চাইতেই দেখি ভেজা কাক নিয়েছে তবু প্রেমের অনুমোদন!


তারপর থেকে শুরু জঙ্গল সাফ,সর্পকড়ি মন ঘেরাও,
প্রেম জমে ক্ষীর তবু নেশাময় তোমাতে কেন মাদক মেশাও!
হিরণ্যকেশী আবদার রাখো তুলে নারিকেল পেয়ালায়,
হারিয়ে না যাক পিপাসার খনি বাঁধ টানা অবহেলায়।


শাণিত করি মনের উজবুক আশা,শ্মশান ঘিরে মৃত ভিড়;
সার্কাসে দ্যন্তহীন অভিযোগে চিকন সুতোয় ধরেনি চিড়!
হেঁটে পাড়ি দিতে হবে অনুগ্রহের চিতা,বেচারি নিয়েছে আড়ি,
সাদা বকের মত শুভ্র মেঘের পালক ছুঁয়ে মন ছুঁয়েছে মনের বাড়ি।


ঝর্নার ডাক পাখি কভু নাহি করে হেরফের,ভিন্নতা  কারিগর;
অতীত গিয়েছে খন্ড দাফনে সন্ধ্যের রবীন্দ্র সরোবর!
শব্দ,বাক্য,আকাঙ্খা রয়েছে তাঁরাদের মিছিলে শামিল,
ছোটা নিউরনে ব্যারিকেড বসিয়েছে মস্তিষ্ক গোঁজামিল।



বিমানবন্দর
২৩/১/২৪