আমার একটা নির্মল স্বপ্নময় আকাশ ছিল
যাকে পরম আদরে লালন করেছি
নির্ভেজাল সে আকাশে ছিলনা এতটুকু কালো মেঘের ছায়া,
যে আকাশে ছিল শুধু আমারই বিচরন
যেমন করে বিহঙ্গ সুনীল আকাশে ডানা মেলে উড়ে বেড়ায় ।
আমার একটা বিশ্বাসের সুপরিসর মাঠ ছিল
যেখানে বপিত হত হাজারো সুন্দর স্বপ্নের
অথচ-
নির্মল সে আকাশে আজ কালো মেঘের ছায়া
বজ্রের মত ভেঙ্গে পরে চারদিকে
মনের কোনে পুষে রাখা হাজারও স্বপ্ন গুলো গুঁড়িয়ে গেছে টুইন টাওয়ারের মত ,
রানা প্লাজার মত হারিয়ে গেছে
আমার বিশ্বাসের জমিন।
আজ সুন্দরের আকাশে অসুন্দরের বসবাস,
এখানে এখন চাষ হয় যতসব
অবিশ্বাসের .......