আমায় চেননা ?
আহ্ কী মুশকিল !
আমি সেই অমানুষ -
খুব বাজে একটা মানুষ,
আমার ইতিহাস তো তোমরাই ভাল জানো,
আমি এক বুইড়া পাঁজি
লোভী ক্ষতিকর প্রাণী
আমার থেকে যথেষ্ট দূরে থাকাই শ্রেয় ;
তারপর তোমরা যে  নারী-
জাত যাবে যে!
তোমরা সবাই মিলে দল বেঁধে
সেই দিন তো সেই স্লোগানটাই দিলে।
চমৎকার ভাষায় বললে-
নারী অঙ্গের খুব স্পর্শ কাতর
স্থানের তিল পর্যন্ত আমার হিসাবের খাতায় জমা,
নারী দেহে আমার দারুন
লোভ- এক কামুক পুরুষ ।
না না তোমরা বলবে কেন ছিঃ
আমি নিজেই বলছি
কারন আমি নিজের দোষ বলতে জানি,
আচ্ছা আমার কি ভাল কাজ করা উচিৎ তোমরাই বলো ?
তাতে যে সব কিছু পণ্ড হয়ে যাবে,
অপবিত্র হবে, সমাজ হবে কলুষিত।
সত্যি তোমাদের মত ভাল মানুষ হতে পারলামনা,
তা হতে পারলে বুঝি তোমরা আমার থেকে দূরে নয়
থাকতে আমার বুকে।
সেখানে মন্দ কিছু ঘটলেও
দোষ কিছু হতনা
কোন কিছু অপবিত্র , কলুষিতও হতনা।
তোমাদের ভাল মানসীপনা দেখলে আমার খুব হিংসে হয়।
কোন পাপ তোমাদের স্পর্শ করেনি
লাগেনি গায়ে কলঙ্কের চিহ্ন
তোমরা স্বর্গীয়
অথচ-
আমি নরকের কীট।
       ****