[ঢাকার আজিমপুর বাবার হাত ধরে স্কুলে
যাওয়ার পথে দেয়াল ধ্বসে চাপা পরে
মৃত শিশুর স্মরণে ]
**********
তুমি দেয়ালে চাপা পরোনি
চাপা পরেছে গোটা জাতি,
তুমি দেয়াল চাপায় নিষ্ঠুর ভাবে মৃত্যু বরণ করোনি
মৃত্যু বরণ করেছে গোটা জাতির বিবেক ।
আমরা ব্যর্থ বাবা তোমার হাত ধরে খুব কাছে থেকেও-
জীবনের নিরাপত্তা দিতে পারিনি।
জানো বাজান -
তাই আমি একটুও কাঁদিনি
চোখের কোনে এক বিন্দু অশ্রুও গড়ায়নি।
পুরনো লোনাধরা দেয়ালের নিচে তুমি চিৎকার করে বলোনি-
" বাবা আমাকে বাঁচাও বাঁচাও...।
আমি তোমার এমনি এক ব্যর্থ অযোগ্য পিতা,
অকর্মণ্য, অপদার্থ, নিষ্কর্ম জন্মদাতা।
তোমার জননীকে এতটুকু প্রবোধ দিতে পারিনি
শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থেকেছি অপলক।
তোমার ক্ষত-বিক্ষত নিথর দেহখানি-
বিদ্রোহের আকুতি জানায় ঘৃণায়
আর আমি তা চেয়ে চেয়ে দেখি।
সাদা কফিনে মুড়িয়ে দাফন করেছি
না না তা কেন?
দাফন করেছি জাতির  বিবেকের,
দাফন করেছি ওমন পুরনো দেয়াল যারা দেখেও দেখেনি-
সেই শকুন চোখের।