আমি বিমোহিত তোমা পানে অনিমেষ চেয়ে;
কী অপূূর্ব সৌন্দর্যে মাদকতায় মেতে যাই,
শুধু চেয়ে রই অপরূপ সৌন্দর্য মাঝে।
কোথা হতে এলে তুমি,
কে সৃজিলেন তোমারে?
সে প্রশংসা কাহারে করি,
তোমারে, নাকি সৃজিলেন যিনি ?
যাহাকে পাইনি কভু দেখিতে,
কেমনে সৃজিলেন তিনি এমন রূপ অন্তরিক্ষে বসি।
তাহাকে দেখিতে বাসনা জাগে,
বুঝেছি প্রেয়সী তোমারি মাঝে লুকিয়ে।
তোমা হতে যে গন্ধ পেয়েছি কস্তুরী সম
আহা উন্মাদ আমি,
ছুটে চলি মক্ষিকার মত,
চলি শূন্যে ভাসি।


দুর্গম গিরি পথ পাড়ি দিয়ে চলি,
শুধু চলিনা -চলেছি অবিরাম।
কোথা গেলে ক্ষণিক দেখা মিলে!
কোন অদৃশ্যলোকে-
স্বস্তি মিলিবে কী আর?
যদি না আসো কভু ফিরি।
মরুময় তৃষিত বক্ষে
মশকে ভর্তি বারি তবু  মিটিবেনা  
তৃষ্ণা,
শুধু তুমি বিহনে।
ফিরে এসো তুমি,
সাইক্লোন টর্নেডোর মত
এসো তুমি ফিরি মম হৃদয় তলে।
         ***